দেশে ফিরলো কাকাবাবুর টিম, মুখে মাস্ক পরে সৃজিত-প্রসেনজিৎ
নজরবন্দি ব্যুরোঃ কাকাবাবুর প্রত্যাবর্তন এর শুটিং করতে আফ্রিকা গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় সাথে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও। করোনার জেরে আচমকাই শুটিং বন্ধ করে ফিরতে হলো কলকাতায়। বৃহস্পতিবার সকালেই ফিরলেন তারা কলকাতায়। দেশে ফিরেই কোয়ারেন্টাইন এ যেতে হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে। আগামী ১৪ দিনের জন্য তারা দুজনেই থাকবেন গৃহবনন্দি। আফ্রিকা থেকে দুবাই হয়ে এলেন কলকাতা বিমানবন্দরে দু'জনকেই দেখা গেল মুখে মাস্ক পরে।
অন্যদিকে বৃহস্পতিবার সকালেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় টুইট করে বলেন, আগামী ১৪ দিনের জন্য ঘরবন্দি হচ্ছি।ইতালিতে করোনা ভয়ানক আকার নিয়েছে। অন্যদিকে ইউরোপের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত তারপরও এই অবস্থা। খুবই আতঙ্ক ছড়িয়েছে ইতিমধ্যে কলকাতা ও।কলকাতায় একজন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এইকটা দিন আমাদের আলাদা থেকে একসাথে পরিস্থিতিতে লড়াই করতে হবে। সৃজিতের ১৪ দিনের ঘরবন্দি হওয়ার কে সমর্থন জানিয়েছেন তাঁর ভক্তরা।

No comments