Header Ads

বন্ধ হবার পথে আইপিএল

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল-এর রূপরেখা তৈরি করার জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আজ, মঙ্গলবার কনফারেন্স কলে বসার কথা ছিল বোর্ড-কর্তাদের।কিন্তু করোনার জেরে পরিবর্তিত পরিস্থিতিতে সেই কনফারেন্স কল বাতিল করে দেওয়া হয়েছে। আর তার ফলে আইপিএল-এর ভবিষ্যত্ নিয়ে উঠে গেল প্রশ্ন।সূত্রের খবর যেভাবে পুরো বিষয়টা চলছে তাতে পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে এই টুর্নামেন্ট ।মারণ করোনা ভাইরাসের জেরে সারা পৃথিবীর স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত । সারা পৃথিবীতে বিভিন্ন খেলার ইভেন্ট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে । ক্রিকেট দুনিয়াতেও থাবা বসিয়েছে করোনা ।
আইপিএল মার্চের ২৯ তারিখ শুরু হওয়ার কথা ছিল কিন্তু তা ১৫ এপ্রিল অবধি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।তবে এখন যা পরিস্থিতি তাতে বিসিসিআই বুঝতেই পেরে গেছে ১৫ এপ্রিল থেকেও কোনওভাবেই আইপিএল শুরু করা যাবে না। সূত্রের খবর মে মাসে আইপিএল আয়োজনের একটা চেষ্টা করা হবে ।তবে এভাবে আইপিএল বাতিল হয়ে গেলে বোর্ডের দু হাজার কোটি টাকার ক্ষতি হবে । আর ফ্রাঞ্চাইজি মালিকদের ক্ষতি হবে ১০০ কোটি টাকা ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.