Header Ads

করোনা প্রতিরোধে ভারতই পথে দেখাবে বিশ্বকে, জানালেন হু-র কর্তা

নজরবন্দি ব্যুরো: গোটা পৃথিবী করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত। সেই আতঙ্ক এবার থাবা বসিয়েছে ভারতে। ভারতে এই ভাইরাসের প্রভাবে বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই রকম সময়ে আশার কথা শোনালেন হু-র কর্তা মাইকেল জে রায়ান। তাঁর মতে, মহামারী মোকাবিলার মতো যথেষ্ট ক্ষমতা আছে ভারতের। অতীতে স্মল পক্স ও পোলিও মহামারী সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। ইতিহাস সেই কথাই বলে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই তারা কোভিড-১৯ সংক্রমণ  থেকে গোটা দেশকে বাঁচাতে পারবে।

এর পাশাপাশি তিনি বলেন, " ভারত জনবহুল দেশ। ভারতে কোভিড ১৯ রোগীর সংখ্যা বাড়ছে। ওই দেশ এর আগে দু-টি মহামারীর মোকাবিলা করেছে। সুতরাং এই পরিস্থিতির মোকাবিলা করার মতো যথেষ্ট ক্ষমতা ও মানসিক জোর আছে ভারতের।" এর পরে তিনি এই রোগ প্রতিরোধে ভারতে পরামর্শ দেন, ভারতে রোগ পরীক্ষার জন্য ল্যাবরেটরির সংখ্যা আরও বাড়ানো দরকার।

এই মারন করোনাভাইরাস সংক্রমণ কবে নিয়ন্ত্রণে আনা যাবে প্রশ্ন করলে তিনি বলেন, এই প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন। ভারতের মতো দেশ অতীতে সারা বিশ্বকে পথ দেখিয়েছে, আগামী দিনেও দেখাবে বলে আমরা আশা করছি। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.