Header Ads

গুরুত্বপূর্ণ পদে জ্ঞানবন্ত; রাজ্য প্রশাসন ও সিবিআই'এর মধ্যে দূরত্ব কমতে পারে

নজরবন্দি ব্যুরো: ডেপুটেশনে দিল্লি যাচ্ছেন পুলিশের পদস্থ কর্তা জ্ঞানবন্ত সিং। গুরুত্বপূর্ণ পদে বসতে পারেন তিনি। এমন খবর পাওয়া গিয়েছে নবান্ন সূত্রে।
যদি এই তথ্য সঠিক হয় এবং যদি জ্ঞানবন্ত সিবিআইয়ে গুরুত্বপূর্ণ পদ পান, তাহলে সিবিআই ও রাজ্য প্রশাসনের মধ্যে চলা বিতর্ক কমতে পারে।

ওই সূত্রের খবর অনুসারে, জ্ঞানবন্ত সিং ডেপুটেশনে সিবিআইতে যোগ দিতে যাচ্ছেন। রাজ্য পুলিশের যে সব পদস্থ কর্তা এই রাজ্যের শাসকদলের খুব কাছের তাঁদের মধ্যে অন্যতম হলেই এই জ্ঞানবন্ত সিং।
রাজ্যের নামকরা পুলিশ আধিকারিকদের মধ্যে অন্যতম হলেন তিনি। বাম জমানাতেও এই পুলিশ অফিসার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
এবার এই রাজ্য থেকে দুই-তিনজন সিবিআইতে যোগ দিতে পারেন। জ্ঞানবন্ত গেলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাতে বড়সড় পদেই যোগ দেবেন। তবে তিনি ঠিক কোন পদে যোগ দেবেন তা এখনও জানা যায় নি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.