Header Ads

করোনা আক্রান্তের মৃতদেহ পাবেন না পরিবার।সৎকারও হবে অনেক নিয়ম মেনে।

নজরবন্দি ব্যুরোঃ সংক্রমণ ছড়িয়ে পড়ায় ভয়ে হাসপাতাল থেকেই নিয়ে গিয়ে দ্রুত সৎকার করা হবে দমদমের করোনা আক্রান্তের মৃতদেহ। নিরাপত্তার খাতিরে মৃতদেহ দ্রুত সৎকারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে বেশ কিছু নিয়ম মেনে তবেই হবে সৎকার। যেমন সূত্রে খবর, ওই প্রৌঢ়ের শরীরে ব্যবহৃত জীবনদায়ী যেকোনও নল খুব সাবধানে খুলে নেওয়া হবে। লক্ষ্য রাখতে হবে, যাতে কোনও লালারস তাঁর শরীর থেকে না বেরোয়। এরপর এক শতাংশ হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে নল ব্যবহারের ফলে দেহে তৈরি হওয়া ছিদ্র বন্ধ করতে হবে।
 তৃতীয় পর্যায়ে মৃত ওই ব্যক্তির নাক এবং কানের ছিদ্রও বন্ধ করে দেওয়া হবে। একটি জীবাণুনাশক প্লাস্টিক ব্যাগে ঢোকানো হবে দেহ। তারপর আরও একটি প্লাস্টিকের ব্যাগ দেহ মুড়ে দেওয়া হবে। প্রতিটি প্লাস্টিক ব্যাগের মধ্যে দেওয়া হবে এক শতাংশ হাইপোক্লোরাইড সলিউশন। এছাড়া ওই প্রৌঢ় বেসরকারি হাসপাতালের যে ঘরে ছিলেন সেই ঘরের দেওয়াল, মেঝে, দরজার হাতল জীবাণুমুক্ত করা হবে। সোডিয়াম ক্লোরাইড জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.