Header Ads

শনি দেবতার প্রকোপে এই ধরনের মহামারী হয়; করোনা নিয়ে নয়া তত্ত্ব দিলীপের


নজরবন্দি ব্যুরোঃ "করোনাভাইরাসে কিচ্ছু হবে না, মায়ের আশীর্বাদ আছে," কদিন আগেই এই বলে আশ্বস্ত করেছিলেন বিজেপি রাজ্য বিজেপির সভাপতি। "করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাদা পরিষ্কার কাপড় কেটে নিজেরাই মাস্ক তৈরি করে নিন।" বিজেপি রাজ্য সভাপতির কথায়, "এত মাস্ক সাপ্লাই দেওয়া সম্ভব নয়। ভাইরাসের সাইজ বড়, তাই কাপড়ই যথেষ্ট।" দিলীপ ঘোষের এহেন পরামর্শে অবাক হয়েছিলেন রাজ্যের চিকিৎসক-মহল। বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের পরে রাজ্য জুড়ে শুরু হয় বিতর্ক। রাজ্যে যখন করোনায় আক্রান্ত তিন জন তখনও স্বমহিমায় দিলীপ। ফের করোনাভাইরাস নিয়ে নয়া পরামর্শ দিলীপ ঘোষের। 
তাঁর কথায় “শনি ঠাকুরের প্রকোপেই হয় এই ধরনের মহামারী। পারলে পাস্তা, বার্গার খাবেন না, এতেই হয় করোনা।পাস্তা খেলে পোস্তাতে হবে।” করোনার মত সিরিয়াস বিষয় নিয়ে ফের মন্তব্য করে বিতর্ক বাড়ালেন দিলীপ। বর্তমান বিশ্বে আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস।ইতিমধ্যে করোনার সংক্রমণকে 'বিশ্ব মহামারী' বলে ঘোষণা করেছে WHO। বিশ্বের কোনও দেশই এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.