Header Ads

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর পাশে থাকতে চেয়ে চিঠি ব্রততীর!

নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্কে বেশ চাপে গোটা ভারত। ইতিমধ্যে এই মারণ ভাইরাসে ১০ জন প্রাণ হারিয়েছেন। বহু মানুষের চিকিৎসা চলছে। পশ্চিমবঙ্গে প্রাণ হারিয়েছে ১ জন।
এইরকম সময়ে এই ভাইরাস রুখতে ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ভাইরাস মোকাবিলার জন্য এগিয়ে আসতে চান বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়।
এমন ইচ্ছার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন তিনি।
ওই চিঠিতে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর গৃহীত পদক্ষেপ গুলির প্রশংসা করেছেন শিল্পী। ওই চিঠিতে তিনি জানিয়েছেন, জরুরি পরিষেবা এই লকডাউনের আওতার বাইরে থাকার পরেও  বিভিন্ন এলাকার বাজার বন্ধ। আর এই কারণে বাড়ির বৃদ্ধদের বাইরে বেরতে হচ্ছে। ওই কাজের জন্য কয়েকজন প্রতিনিধির ব্যবস্থা করতে পারেন তিনি। শহর ছাড়াও শহরের বাইরেও এই কাজে সাহায্য করতে চান ব্রততী। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ব্রততী।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.