মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম প্রকাশ করতে পারল না বিজেপি, নেপথ্যে কি গোষ্ঠী দ্বন্দ্ব!
নজরবন্দি ব্যুরোঃ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে কয়েকদিন আগে থেকেই জোর জল্পনা শুরু হলেও এখনও পর্যন্ত নাম ঠিক করতে পারেনি বিজেপি। বিষয়টি ইতিমধ্যেই রাজ্যে বিজেপির অভ্যন্তরেই ব্যাপক ভাবে আলোচনা হতে থাকে। কংগ্রেসের কমলনাথ সরকার পড়ে যাওয়ার পরই বিজেপির রাজ্য সরকার গড়া নিশ্চিত হয়ে যায়। জ্যোতিরাদিত্য কংগ্রেসে ত্যাগ করার পর ২২ কংগ্রেস বিধায়কও দল ত্যাগ করেন। তারপর থেকে বিজেপির পাল্লা ভারি হতে থাকে। দলত্যাগী বিধায়করা বিজেপিতে যোগদেওয়ায় সরকার গড়তে কয়েক কদম এগিয়ে যায় দল। তবে সরকার ভেঙে দেওয়ার তিন দিন পরও মুখ্যমন্ত্রীর নাম শোনাতে পারল না বিজেপি।
দলের তরফে জানানো হয়েছে করোনা পরিস্থিতিতে দলের কোন বৈঠক না হওয়ায় কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। তবে সূত্রের খবর বলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বিধায়ক নরোত্তম মিশ্রর মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বাদানুবাদ চরমে আসে। সেই আবহে দল এখনও ঠিক করতে পারেনি কাকে মুখ্যমন্ত্রী করা যায়।
No comments