Header Ads

লকডাউন অমান্য করে রকে বসে আড্ডা, গ্রেফতার ২৫৫ জন

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনে মধ্যরাতে রকে বসে আড্ডা নিয়ম উলংঘন এর জন্য জন্য ১৯ জন কে গ্রেফতার করল নিউ আলিপুর থানা। লালবাজার সূত্রের খবর লকডাউনের নিয়ম অমান্য করার জন্য মোট ২৫৫ জন কে গ্রেফতার করা হয়েছে।
এই খবর নিজে টুইট করে জানান কলকাতা পুলিশ কমিশানার অনুজ শর্মা তিনি আরো বলেন সাধারণ মানুষকে পুলিশের সাথে সহযোগিতা করার জন্য। তিনি জানিয়েছেন শহরে পুলিশের নজর রয়েছে।কারফিউর নিয়ম লংঘন করলে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি১৮৮, ২৬৯ ও২৭০- এই ৩ ধারায় মামলা দায়ের করা হবে।
সোমবার বিকেল ৪ টে থেকে শুরু হয়ে গেছে লকডাউন ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন।করোনার সংক্রমণ রুখতেই দেশজুড়ে লকডাউন করা হয়েছে।এই লকডাউনের সময় নির্দেশিকা অমান্য করলে তাদের বিরুদ্ধে করা আইন ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করেছেন করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দয়া করে সকলে ঘরে থাকুন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.