করোনা আবহে উপত্যকায় জঙ্গি হামলার চেষ্টা, উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র।
নজরবন্দি ব্যুরোঃ করোনায় অাতঙ্কিত দেশ। আরও অাতঙ্ক বাড়ানো প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা। উপত্যকায় হতে পারে জঙ্গি হামলা। উপত্যকা থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে। নতুন এক জঙ্গি শিবিরে চলছে ভারতের উপর হামলার ছক। কিন্তু জঙ্গিদের ছক ভেস্তে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। লস্কর-ই-তৈবার জঙ্গি সংগঠনের সাহায্যে ৬ জঙ্গি এই হামলার ছক কষছিল। সোমবার গোপন সূত্রে খবর আসে জম্মু-কাশ্মীরের সাপোর জেলা হাসপাতালে জঙ্গিদের অবৈধ অস্ত্রশস্ত্র লেনদেন হওয়ার।
তার পরই সেখানে তল্লাশি চালায় নিরাপত্তারক্ষি বাহিনী। ৬ জঙ্গিকে গ্রেফতার করে। সাথে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, কার্তুজ, বিস্ফোরক, এবং তৈরীর মশলা। এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। করোনা অাতঙ্কিত হয়ে লকডাউন করা হয়েছে ১৩ টা দেশ। এই সময়ের সুযোগ নিয়েই এই নাশকতার ছক জঙ্গিদের। কিন্তু জঙ্গিদের এই ছককে সাফল্য হতে দেয়নি ভারতীয় নিরাপত্তারক্ষিরা।
No comments