স্যানিটাইজার না পাওয়া গেলেও চাপ নেই, করোনা এড়াতে সাবানে মিলবে প্রতিকার
নজরবন্দি ব্যুরোঃ মারণ ভাইরাস করোনার দাপটে প্রাণ ওষ্ঠাগত বিশ্ববাসীর। হুহু করে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক বেড়েছে কয়েক গুন। করোনার সংক্রমণ এড়াতে মুখে মাস্ক লাগানোর পাশাপাশি স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু আমাদের রাজ্যে স্যানিটাইজারের আকাল দেখা দিয়েছে। অধিকাংশ ওষুধ দোকানে স্যানিটাইজারের স্টক শেষ। ফলত নিরাস হয়েছেন বহু মানুষ। তবে চিন্তার কোন কারণ নেই। বিশেষজ্ঞরা বলছেন স্যানিটাইজার না পাওয়া গেলে সাবান দিয়ে হাত ধুলেও করোনা সঙ্ক্রমণ এড়ানো যায়।
বিশেষজ্ঞরা জানিয়েছে করোনা ভাইরাসের গায়ে রয়েছে চর্বি বা ফ্যাটের পর্দা। আর এই চর্বির পর্দার উপর রয়েছে অনেকগুলি প্রোটিনের তৈরি বিশেষ কাঁটা। এই কাঁটা মানব কোষে গেঁথে যায়। আর তারপর ভাইরাসের আরএনএ প্রবেশ করে দেহে। এভাবেই করোনা সংক্রমিত হয়। কিন্তু সাবান দিয়ে হাত-পা ধুলে, সাবানের অনুর লেজ করোনা ভাইরাসের চর্বি নির্মিত গায়ের দিকে এগিয়ে আসে। এরপর সাবানের অনুর লেজ ভাইরাসের গায়ে থাকা কাঁটার সঙ্গে বিক্রিয়া করে ভেঙে দেয়। ফলে ভাইরাসের কাঁটা প্রাণীদেহের কোষে গাঁথার সম্ভবনা থাকে না। ভাইরাসের আরএনএ কোষে প্রবেশ আটকে দিতে পারে সাবান। ফলে সাবান ব্যবহার করে পরিষ্কার করা হলে করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকেনা। তাই স্যানিটাইজার না পেলেও কোন চাপ নেই, সাবান দিয়ে হাত ধুলেই মিলতে পারে করোনা থেকে রেহাই।
বিশেষজ্ঞরা জানিয়েছে করোনা ভাইরাসের গায়ে রয়েছে চর্বি বা ফ্যাটের পর্দা। আর এই চর্বির পর্দার উপর রয়েছে অনেকগুলি প্রোটিনের তৈরি বিশেষ কাঁটা। এই কাঁটা মানব কোষে গেঁথে যায়। আর তারপর ভাইরাসের আরএনএ প্রবেশ করে দেহে। এভাবেই করোনা সংক্রমিত হয়। কিন্তু সাবান দিয়ে হাত-পা ধুলে, সাবানের অনুর লেজ করোনা ভাইরাসের চর্বি নির্মিত গায়ের দিকে এগিয়ে আসে। এরপর সাবানের অনুর লেজ ভাইরাসের গায়ে থাকা কাঁটার সঙ্গে বিক্রিয়া করে ভেঙে দেয়। ফলে ভাইরাসের কাঁটা প্রাণীদেহের কোষে গাঁথার সম্ভবনা থাকে না। ভাইরাসের আরএনএ কোষে প্রবেশ আটকে দিতে পারে সাবান। ফলে সাবান ব্যবহার করে পরিষ্কার করা হলে করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকেনা। তাই স্যানিটাইজার না পেলেও কোন চাপ নেই, সাবান দিয়ে হাত ধুলেই মিলতে পারে করোনা থেকে রেহাই।

No comments