করোনায় আক্রান্ত হলেন ইতালির সর্বকালের সেরা ডিফেন্ডারদের অন্যতম মালদিনি
নজরবন্দি ব্যুরোঃ ৫১ বছর বয়সি মালদিনি ইতালির সর্বকালের সেরা ডিফেন্ডারদের অন্যতম। শুধু তাই নয়, নিজের সময় তিনি বিশ্বের সেরা ডিফেন্ডার হিসাবেও চিহ্নিত হতেন। এবার সেই বিশ্ব বিখ্যাত খেলোয়াড় আক্রান্ত হলেন করোনাতে। মালদিনি একাই নন, আক্রান্ত তাঁর ছেলে ড্যানিয়েলও। যিনি বর্তমানে এসি মিলানের ফুটবলার।দু'জনই এখন রয়েছেন কোয়ারেন্টাইনে।মালদিনি ও ড্যানিয়েলে দু'জনেই গত দুই সপ্তাহ ধরে সেলফ আইসোলেশনে ছিলেন।
তারপর শনিবার এসি মিলানের পক্ষ থেকে বিবৃতিতে দিয়ে বলা হয়, গত দুই সপ্তাহ ধরেই আইসোলেশনে ছিলেন মালদিনি। তবে কিছুদিন আগে এক করোনায় আক্রান্তের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তাই তড়িঘড়ি তিনি ও তাঁর ছেলের করানো টেস্ট করানোর সিদ্ধান্ত নেন। আশঙ্কা সত্যি হয় রিপোর্টে। শরীরে করোনাভাইরাসের উপস্থিতি দূর না-হওয়া পর্যন্ত এই দুজনকে কোয়ারেন্টাইনে থাকবেন, তাঁদের চিকিত্সাো চলছে।
তারপর শনিবার এসি মিলানের পক্ষ থেকে বিবৃতিতে দিয়ে বলা হয়, গত দুই সপ্তাহ ধরেই আইসোলেশনে ছিলেন মালদিনি। তবে কিছুদিন আগে এক করোনায় আক্রান্তের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তাই তড়িঘড়ি তিনি ও তাঁর ছেলের করানো টেস্ট করানোর সিদ্ধান্ত নেন। আশঙ্কা সত্যি হয় রিপোর্টে। শরীরে করোনাভাইরাসের উপস্থিতি দূর না-হওয়া পর্যন্ত এই দুজনকে কোয়ারেন্টাইনে থাকবেন, তাঁদের চিকিত্সাো চলছে।

No comments