Header Ads

লক ডাউনে চোরের দাপট! চুরি গেল কালীমন্দিরের দান পেটি!!

কুশল দাসগুপ্ত, নজরবন্দিঃ  শিলিগুরিতে চুরি গেল মন্দিরের দান বাক্স। গোটা রাজ্যে চলছে লকডাউন কিন্তু ছুটি নেই চোরেদের। করোনার জেরে স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ-রাজ্য। একাধিক সতর্কতা ও নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সাধারণ মানুষের সেবায় দিন-রাত এক করেছে ডাক্তার, নার্সরা। রাস্তায় চলছে পুলিশি টহলদারি। সক্রমণে আক্রান্তের সংখ্যা যাতে না বাড়ে সেই দিকে লক্ষ রেখে সকলকে ঘরে থাকতে বলা হয়েছে। ছূটি স্কুল-কলেজ, অভিস।
ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছে সকলকে। অন্যদিকে এই পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের কাজ সেরে ফেলল চোরেরা। শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডের রামকৃষ্ণ মাঠের সামনের কালীবাড়ির দানবাক্স চুরি যায়। ওই মন্দিরের তিনটে দানবাক্স থেকে চুরি হয় কয়েক হাজার টাকা।মন্দিরের পূজারি জানিয়েছেন, ভোর পাঁচটা নাগাদ এই চুরি হয়। তিনি জানিয়েছেন তিনটি দানবাক্স ছিল মন্দিরে। যার প্রত্যেকটা থেকেই চুরি গেছে টাকা। কয়েক হাজার টাকা চুরি হয়েছে। তবে, ঠাকুরের গহনা চুরি গেছে কি না তা বোঝা যায়নি। খরব পেয়ে পুলিশ ঘটনার স্থলে আসে। ঘটনার তদন্ত চলছে। কে বা কারা এই চুরি করেছে, মোট কত টাকার চুরি হয়েছে এবং ঠাকুরের কোন গয়না চুরি হয়েছে কিনা না খতিয়ে দেখছে পুলিশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.