Header Ads

আমলার ছেলের পর ইংল্যান্ড ফেরত তরুণী ঘুরে বেড়াচ্ছেন মহানগরীতে, করোনা আতঙ্ক বাড়ল কলকাতায়।

নজরবন্দি ব্যুরোঃ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা। ইতিমধ্যেই আমাদের দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৬ জন মানুষ। আমাদের দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চার জনের। এদের মধ্যে আজ পাঞ্জাবে এক জনের মৃত্যু হয়েছে। আর আমাদের রাজ্যে প্রথম আমলার ছেলের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর দায়িত্বজ্ঞানহীনের মত ওই তরুণ দেশে ফিরে নিজেকে হোম আইসোলেশনে না রেখে বরং ঘুরে বেড়িয়েছে শহর কলকাতায়। এই পরিস্থিতিতে আতঙ্ক আরও বেড়েছে। তবে দায়িত্বজ্ঞানহীনের মত কাজ শুধু আমলার ছেলেই করেন নি, এবার একই রকম কান্ড ঘটিয়ে রাজ্যবাসীর ঘুম কাড়ল ইংল্যান্ড ফেরত আরেক তরুণী।
মঙ্গলবার ইংল্যান্ড থেকে কলকাতায় ফিরেছিলেন বছর ২৫-এর ওই তরুণী। স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনে ১৪দিন নিজের ফ্ল্যাটেই হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছিল। কিন্তু নিয়মের কোথায় কি! বালিগঞ্জ এলাকার অভিজাত এক আবাসনের ওই বাসিন্দা স্বাস্থ্য দফতরের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন মহানগরীতে। আর এতেই ফের নতুন করে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর আবসনের মধ্যে অনেক বয়স্ক মানুষ রয়েছেন। ওই মহিলাকে বারংবার হোম আইসোলেশনে থাকার কথা বললেও কোন লাভ হয়নি বলে অভিযোগ। এই আবহে আতঙ্ক আর উৎকন্ঠায় প্রহর গুনছেন আবাসনের বাসিন্দারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.