Header Ads

ফিলিপিন্সে আটকে ভারতীয় পড়ুয়ারা, দেশে ফেরার আবেদন জানিয়ে মোদীকে চিঠি

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত দেশে আটকে পড়েছেন হাজার হাজার ভারতীয় পড়ুয়া। নিত্যদিন করণায় আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে ওই দেশে। ভয়, উৎকন্ঠা আর আতঙ্কের মধ্যে নিজের দেশ ছেড়ে সে দেশেই আটকে পড়েছেন ভারতীয়রা। রবিবার থেকে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। তাই চাইলেও দেশে ফেরার কোন উপায় নেই আটকে পড়া যাত্রীদের। চোখের সামনে বন্ধুবান্ধবদের আক্রান্ত হতে দেখছেন তাঁরা। সে দেশে করোনার মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। অথচ আটকে রয়েছেন ভারতীয়রা। সেই পরিস্থিতিতে নিজেদের দেশে ফেরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে কাতর আবেদন জানালেন আটকে থাকা পড়ুয়ারা। এমনই ঘটনার সাক্ষী রইল ফিলিপিনস।
এই করোনা পরিস্থিতিতে ম্যানিয়ায় আটকে রয়েছেন প্রায় ১৬ হাজার ভারতীয় পড়ুয়া। ইতিমধ্যেই ফিলিপিন্সে বড়সড় থাবা বসিয়েছে। অন্তত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। সে দেশেও চলছে লকডাউন। রাত ৮টা থেকে ৫টা অবধি থাকে লকডাউন। সে দেশে এখনও পর্যন্ত করোনা ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় নি বলে দাবি ভারতীয়দের। তবে দেশে ফিরলে তাঁরা নিজেদের কোয়ারেন্টাইনে রাখবেন। কিন্তু ভারতের ক্ষেত্রে বিদেশ থেকে যারা ফিরেছেন তাঁদের থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই নতুন করে বিদেশ থেকে আর কাউকেই ফিরতে দেওয়া হচ্ছে না। সেই আবহে ফিলিপিন্সের ভারতীয় দূতাবাসে বারবার দেশে ফেরানোর আর্জি জানিয়েছেন তাঁরা। তবে ভারতের তরফে জানানো হয়েছে যে সে দেশের সরকারের সঙ্গে কথা হয়েছে। আটকে থাকা ভারতীয়দের সব রকমের সাহায্য করার আশ্বাস দিয়েছে ফিলিপিন্স।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.