Header Ads

করোনার জেরে ভেঙে পড়ছে অর্থনীতি, বড়সড় ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ করোনার প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে। স্বাভাবিক ভাবেই ভারতের অর্থনীতিতেও সেই একই থাবা বসতে চলেছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি আন্তঃরাজ্য বিমানেও নিষেধাজ্ঞা রয়েছে ভারতে। সম্পূর্ণ লকডাউন ভারতের ৭১ টি জেলা। করণা পরিস্থিতিতে প্রায় সর্বক্ষেত্রেই আর্থিক ভাঙ্গনের মুখে পড়তে পারার আশঙ্কা তৈরি হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে ক্ষতিগ্রস্ত গুলিতে বিশেষ অর্থনৈতিক প্যাকেজের ঘোষণার পথে কেন্দ্র সরকার। সূত্রের খবর অর্থনৈতিক ক্ষতির হাত থেকে বাঁচাতে নয়া প্যাকেজের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেওয়া তার ভাষণে বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হবে।
 উদ্ভূত পরিস্থিতি ও পরবর্তী সময়ে বাজারদর থেকে অর্থনীতি সব দিকেই লক্ষ্য রেখে কাজ করবে এই টাস্কফোর্স কমিটি। কেন্দ্রের দেওয়া অনুমান কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা হিসাবে গণ্য হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী। আর সেই খাতে বিনিয়োগের জন্য সেবী ও রিজার্ভ ব্যাংকের নিয়ম শিথিল করার অনুরোধ জানানো হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অর্থনীতির দিকে ভেবে বিশেষ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেন। তবে বিরোধী দলের বিরোধিতার জেরে তা আটকে রয়েছে। আগামী দিনে তা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাবে আমেরিকা সরকার। করণা পরিস্থিতিতে লকডাউন অবস্থায় আমাদের দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা কার্যত বন্ধ। ব্যাপক ধ্বস নামতে চলেছে অর্থনীতিতে। সেই আবহে ভারত সরকারও যাতে দেশবাসীর জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করে সেদিকেই তাকিয়ে সবাই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.