Header Ads

করোনা পরিস্থিতিতে মঙ্গলবার মধ্যরাত থেকে আন্তঃরাজ্য বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চিঠি লিখে জানিয়ে ছিলেন আন্তঃরাজ্য বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সীলমোহর দিল কেন্দ্র। শেষমেষ কেন্দ্র জানিয়ে দিল বন্ধ হবে আন্তঃরাজ্য বিমান চলাচল। মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের ভিতরে যাত্রীবাহী বিমানে নিষেধাজ্ঞা জারি হল। তবে পণ্যবাহী বিমান চলাচল অব্যাহত থাকবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রকে লেখা চিঠিতে জানিয়েছিলেন যদি এখনই আন্তঃরাজ্য বিমান চলাচল বন্ধ না করা হয় তবে লকডাউন ও কোয়ারেন্টাইন প্রক্রিয়া বাধা পাবে। বাইরে রাজ্য থেকেও করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গে ঢুকতে পারে। আর তাতেই করোনার সংক্রমণ বাড়তে পারে কয়েকগুণ। উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রের কাছে সাহায্য চেয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবিতে সীলমোহর পড়ায় করো না সংক্রমণ অনেকটাই এড়ানো যাবে বলে মনে করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.