Header Ads

করোনার দাপট কাটিয়ে সেরে উঠছে চিন, মহাপ্রাচীরে দেখা মিলল ভ্রমনকারিদের

নজরবন্দি ব্যুরোঃ যুদ্ধকালীন তৎপরতায় করোনার দাপট থেকে ক্রমেই সেরে উঠছে চিন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে জিতেছে চিন। সে দেশ এখন আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে। গোটা দেশজুড়ে স্বজন হারানোর বেদনা। তবে বসন্তের আগমনে গাছে গাছে ফুটেছে ফুল।
 পার্কে আস্তে আস্তে দেখা মিলছে প্রতিবেশীদের। সবাই শান্ত এবং ক্লান্ত। চীনের সব বাসিন্দাদের চোখে এখন একটাই জিনিসের ছাপ৷ একসাথে যুদ্ধ জয়ের আনন্দ অন্যদিকে স্বজন হারানোর বেদনা আর এক রাশ ক্লান্তি। এ যেন এক অন্য চিন। রাস্তাঘাট এখনও শুনশান। গোটা দেশে এত বড় বিপর্যয়ের পর কোনোমতে সামলে উঠেছেন সবাই।
যারা বাইরে বেরহচ্ছেন সবাইয়ের মুখে রয়েছে মাস্ক। তবে নেই কোন জমায়েত। নতুন করে দিন শুরু হচ্ছে চিনে। আসতে আসতে খুলতে শুরু করেছে দোকানপাট।
 এরমাঝেই খোলা হল বিশ্বের সপ্তম আশ্চার্যের এক আশ্চার্য চিনের প্রাচীর। করোনা পরিস্থিতিতে পুরো লকডাউন ছিল বেজিংয়ের এই প্রাচীর। পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই খুলে দেওয়া হল এই প্রাচীর। স্বজন হারানোর বেদনা ভুলে প্রাচীরে ঘুরতে বেরচ্ছেন চিনের মানুষ। এভাবেই স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে চিন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.