Header Ads

করোনায় হারছে না ভারত; ৩৭ জন আক্রান্ত সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন! #SpecialArticle

অরুনাভ সেনঃ করোনা শুধুই মনখারাপ করবেন না,ভাল খবরও আছে,দেশে ৩৭জন করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন৷তারা সম্পূর্ন সুস্থ হয়ে উঠেছেন হাসপাতাল থেকে তাদের ছেড়েও দেওয়া হয়েছে৷অর্থাৎ করোনার বিরুদ্ধে লড়ছে ভারতের ডাক্তার,নার্স,স্বাস্থ্যকর্মীরা৷সাফল্য আসছে৷সম্পূর্ন সুস্থ হয়ে ৩৭ জন বাড়ি ফিরেছেন৷সোমবার থেকেই কার্যত লকডাউন গোটা দেশ৷
বাতিল হয়েছে সমস্ত ডোমেস্টিক ফ্লাইট৷রাস্তাঘাট শুনশান৷তবুও এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে অনেকেই কার্যত লকডাউনকে অগ্রাহ্য করে আড্ডার মুডে পাড়ার চায়ের ঠেক থেকে সর্বত্র দেদার ঘুরছেন,অনভিপ্রেত জমায়েত করছেন৷গতকালই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন৷অনেকেই বলেছেন কিছু মানুষ যখন নিজের ভবিষ্যতের কথা ভেবে সরকারি সিদ্ধান্তকে কার্যকরী করতে ঘরবন্দি,নিতান্ত প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না,তখন কিছু আড্ডাবাজ,বাইকবাজ স্বাস্থ্যবিধি আগ্রাহ্য করে ছুটির মেজাজে ঘুরছেন সর্বত্র৷
তারা যেমন অগ্রাহ্য করছেন সরকারি নির্দেশ,তেমনই ছিনিমিনি খেলছেন আরও অনেক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে৷অনেকেই বলছেন প্রশাসন রাজনৈতিক রঙ না দেখে বলপ্রয়োগের রাস্তায় হাঁটুক৷বেআক্কেলে পাবলিকের জন্য প্রশাসনের-পুলিশে পালিশের দাওয়াইকে সবাই মুক্তকন্ঠে সাধুবাদ জানিয়েছেন৷ দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের৷৫০০ পেরিয়ে যাবে বলেই আশঙ্কা৷গতকাল পশ্চিমবঙ্গ ও হিমাচলপ্রদেশে একজন করে করোনায় মারা গিয়েছেন৷আরও কয়েকটি রাজ্যে মৃত্যু হয়েছে করোনায়৷ সব মিলিয়ে ৯ জনের মৃত্যু৷ ১৩০ কোটির দেশে করোনাকে থামাতে কেন্দ্র ও রাজ্যগুলি একযোগে লড়াই করছে৷ দেশের ৫৪৮টি জেলা সম্পূর্ণ ভাবে লকডাউন৷ এর মধ্যে মহারাষ্ট্র ও পঞ্জাবে কারফিউ৷
সম্পূর্ণ লকডাউন হয়েছে পশ্চিমবঙ্গ৷যদিও করোনার বিরুদ্ধে রাজ্য সরকারের এই লকডাউনের সিদ্ধান্তকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অনেকের চলার প্রবণতা গতকাল রাত থেকেই পরিলক্ষিত হচ্ছিল৷যদিও চুপ ছিলনা প্রশাসন,বেয়াড়া পাবলিককে ঠান্ডা করতে ডান্ডা হাতে বেরিয়েছে পুলিশ৷সোশ্যাল মিডিয়ায় পুলিশের এই প্রশংসনীয় উদ্যোগের ছবি বিভিন্ন মানুষের ওয়ালে ঘুরেছে৷প্রশাসনের এই সদাজাগ্রত ভূমিকাকে কূর্ণিশ করেছেন রাজ্যবাসী৷সবার অনুরোধ প্রশাসনের কাছে, যারা আড্ডার মুডে এলাকায় জটলা করছেন,প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছেন তারা যদি এখনও নিজেদের সংশোধিত না হন তাহলে পুলিশ বলপ্রয়োগ করে তাদের সবক শিখিয়ে দিক৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.