সাইকেলের ধাক্কা লাগায় দুই মহিলা মিলে পিটিয়ে মারলেন এক ব্যক্তি কে
নজরবন্দি ব্যুরো :আবার পিটিয়ে খুনের অভিযোগ। এই ঘটনা ঘটলো বিরাটির উত্তর সপ্তগ্রামে। সাইকেলের সামান্য ধাক্কা লাগাতেই এক ব্যক্তিকে দুই মহিলার বেধড়ক মারার অভিযোগ।আজ সকালেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
তাঁর মৃত্যু ঘিরে এলাকায় তৈরী হয়েছে তুমুল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছিল পয়লা ফেব্রুয়ারি বিকাশ মাঝি নামে এক ব্যক্তি তাঁর ছেলে কে নিয়ে সাইকেল করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে রাস্তাতে দাঁড়িয়ে ছিল দুই মহিলা। বিকাশ মাঝি বার বার বেল বাজানোতেও মহিলা দুটি রাস্তা থেকে সরেননি। তাই তিনি পাশ কাটিয়ে সাইকেলটি নিয়ে যাওয়ার সময়ে সাইকেলের একটি অংশ মহিলাদের গায়ে লাগে। তাতে সেই মহিলা দুটি বিকাশ কে সাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারে। এই রকম মারধরের কারণেই বিকাশ অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে SSKM হাসপাতলে ভর্তি করা হয়। আজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যু সংবাদ শুন স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে।
এই ঘটনায় অভিযুক্ত সুমিতা সিংহ, দিপালী দাস। পরিস্থিতি বেগতিক দেখেই চম্পট নেয় অভিযুক্তরা। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যে।
তাঁর মৃত্যু ঘিরে এলাকায় তৈরী হয়েছে তুমুল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছিল পয়লা ফেব্রুয়ারি বিকাশ মাঝি নামে এক ব্যক্তি তাঁর ছেলে কে নিয়ে সাইকেল করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে রাস্তাতে দাঁড়িয়ে ছিল দুই মহিলা। বিকাশ মাঝি বার বার বেল বাজানোতেও মহিলা দুটি রাস্তা থেকে সরেননি। তাই তিনি পাশ কাটিয়ে সাইকেলটি নিয়ে যাওয়ার সময়ে সাইকেলের একটি অংশ মহিলাদের গায়ে লাগে। তাতে সেই মহিলা দুটি বিকাশ কে সাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারে। এই রকম মারধরের কারণেই বিকাশ অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে SSKM হাসপাতলে ভর্তি করা হয়। আজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যু সংবাদ শুন স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে।

No comments