তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ বাসন্তীতে, গুরুতর জখম ৬
নজরবন্দি ব্যুরো: ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে। খালের জল নেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বলে জানা গিয়েছে।
আর এর জেরে রণক্ষেত্রের চেহারা নীল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল কর্মীদের এলোপাথাড়ি কোপানোর অভিযোগে উঠল যুব তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। এদিনের সংঘর্ষে গুরুতর জখম হন ৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
এলাকার আদি তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কর্মীদের মধ্যে ঝামেলা অনেক দিনের। মাঝে মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু-পক্ষ। বুধবার রাতে খালের জল নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়ে যায় তাঁদের মধ্যে।
অভিযোগ, সেই সময়ই ধারালো অস্ত্র দিয়ে তৃণমূলের কর্মীদের কোপাতে শুরু করে যুব তৃণমূল কর্মীরা। গুরুতর জখম হন ৬ জন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
পুলিশ আধিকারিকরাই আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
আর এর জেরে রণক্ষেত্রের চেহারা নীল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল কর্মীদের এলোপাথাড়ি কোপানোর অভিযোগে উঠল যুব তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। এদিনের সংঘর্ষে গুরুতর জখম হন ৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
এলাকার আদি তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কর্মীদের মধ্যে ঝামেলা অনেক দিনের। মাঝে মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু-পক্ষ। বুধবার রাতে খালের জল নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়ে যায় তাঁদের মধ্যে।
পুলিশ আধিকারিকরাই আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

No comments