Header Ads

বিপুল শূন্যপদ, নিয়োগ হবে দ্রুত, জানালেন মন্ত্রী

নজরবন্দি ব্যুরো:রাজ্য সহ গোটা দেশে বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। এরই মাঝে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর মিলিয়ে মোট শূন্যপদের হিসাব জানাল কেন্দ্রের সরকার। কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিং এই প্রসঙ্গে বুধবার জানান, ২০১৮ সালের ১ মার্চের মেয়াদকালে প্রাপ্ত ভিন্ন ভিন্ন সরকারি দফতরে মোট শূন্যপদ ৬.৮৩ লক্ষের বেশি।

গত ১ মার্চ, ২০১৮-র পরিসংখ্যান অনুযায়ী মোট কর্মী থাকার কথা ৩৮,০২,৭৭৯ জন। যেখানে বর্তমানে ৩১,১৮,৯৫৬ কর্মী নিযুক্ত আছেন। কর্মীদের অবসর, ইস্তফা, মৃত্যু এবং পদোন্নতি ইত্যাদির কারণেই এতগুলো শূন্যপদের তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দফতর, মন্ত্রক এবং বিভাগের নিয়োগ নীতি অনুযায়ী দ্রুত শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রীর কথা অনুসারে যদি শূন্যপদে নিয়োগ হয়, তাহলে কয়েক হাজার শিক্ষিত বেকারের ভাগ্য যে খুলতে চলেছে তা বলাই যায়।

সাবস্ক্রাইব করুন নজরবন্দি ইউটিউব চ্যানেল


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.