Header Ads

দাবি মত বেতন না দিলে খাতা দেখা বয়কটের সিদ্ধান্ত শিক্ষকদের!

নজরবন্দি ব্যুরো: সরকারের বিরুদ্ধে অভিযোগ অনেক দিনের। এবার রাজ্য সরকার দাবি না মানলে উচ্চ-মাধ্যমিকের খাতা দেখা ও ক্লাস বয়কটের হুঁশিয়ারি দিলেন সল্টলেকের অবস্থানরত গ্রাজুয়েট টিচাররা।
তাঁদের বক্তব্য বাড়তি কোনও আর্থিক বা আইনি স্বীকৃতি ছাড়াই অন্তত ৪০ শতাংশ স্কুলে উচ্চ-মাধ্যমিকের ক্লাস নিয়ে থাকেন গ্রাজুয়েট টিচাররা। আমাদের হিসাব দেখিয়ে অনেক স্কুলে উচ্চ-মাধ্যমিক শাখা খোলার অনুমতি মেলে।
কিন্তু ষষ্ঠ বেতন কমিশনে রাজ্যের গ্র্যাজুয়েট টিচাররা বঞ্চিত। তাঁদের বেতন ৭১০০ টাকা-৩৭৬০০ টাকা। গ্রেড পে ৪১০০ টাকা। তাঁদের দাবি, আদালতের নির্দেশ মেনে তাঁদের প্রাপ্য ৯০০০ টাকা-৪০৫০০ টাকা পে স্কেল এবং ৪৬০০ টাকা গ্রেড পে করা হোক। আর তা না হলে চরম সিদ্ধান্ত নেবার হুমকি দিয়েছেন এই সমস্ত শিক্ষকরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.