Header Ads

এখনও বেতন হাতে পায়নি ৫৩ হাজার শিক্ষক! ক্ষোভ জন্মাচ্ছে শিক্ষকদের মধ্যে

নজরবন্দি ব্যুরো: মাসের প্রথম দিকে বেতন কোনও দিনই পান না এসএসকে-এমএসকে শিক্ষকরা। জানুয়ারি মাসের বেতন এখনও হাতে পাননি রাজ্যের ৫৩ হাজার শিক্ষক-শিক্ষিকা।
এই রাজ্যে বর্তমানে শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা বর্তমানে ১৫ হাজার ৭৫২টি। যদিও আগে এই সংখ্যা ছিল ১৬ হাজার ১৪৫টি। শিক্ষকের সংখ্যা ৪৪ হাজার ১৮৩ জন।
আর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা ১৯১০টি। শিক্ষকের সংখ্যা ৮ হাজার ৯০৯ জন। গত বছরের ১ এপ্রিল থেকে এসএসকে ও এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়েছে। এসএসকে শিক্ষকদের ৫ হাজার ৪০০ থেকে বেড়ে ১০ হাজার টাকা হয়েছে। এমএসকে শিক্ষকদের ৮ হাজার ৯৩০ টাকা থেকে বেড়ে ১৩ হাজার টাকা হয়েছে। বর্ধিত বেতনের টাকা গত ডিসেম্বর মাসে পেয়েছেন এই সমস্ত শিক্ষকরা।
তবে মাস পয়লা মাইনে এখনও অধরা তাঁদের।
এই প্রসঙ্গে শিক্ষকরা বলেন, পরের মাসের ২২ থেকে ২৬ তারিখের মধ্যে বেতন হয়। আবার কোনও মাসেই এক তারিখে অ্যাকাউন্টে বেতন জমা হয় না। এমনও হয়েছে, দুই মাস পর মাইনে হয়েছে। এমন উদাহরণ বহু আছে। আবার অনেক সময় বকেয়াও থেকে যায়। তিন, চার মাস বেতন আটকে যায়। বকেয়া মাইনের জন্য মন্ত্রী, আধিকারিকদের দ্বারস্থ হতে হয়, তারপর এই সমস্যা সমাধান হয়। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.