Header Ads

ব্রেকিং নিউজ... ফের জারি হল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

নজরবন্দি ব্যুরো: মাদ্রাসা সার্ভিস কমিশন সাংবিধানিক ভাবে বৈধ । যেটা হাইকোর্ট অবৈধ বলেছিলেন, সেটা খারিজ করে কমিশনকে বৈধতা দিয়েছে শীর্ষ আদালত। গত ৬ জানুয়ারি চূড়ান্ত রায়ে সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এখন নিয়োগ থেকে বদলি সব ব্যাপারে উদ্যোগ নিতে পারবে কমিশন।
এবার তাই শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। মাদ্রাসা সার্ভিস কমিশন এই নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা খুব শীঘ্রই নেওয়া হবে।
যে সমস্ত চাকরি প্রার্থী ষষ্ঠ এসএলএসটি-তে এই দুই বিষয়ে আবেদন করেছিলেন, তাঁরা এবারের লিখিত পরীক্ষায় বসতে পারবেন। রাজ্যে বর্তমানে রাজ্যে সরকারি সাহায্যে চলা ৬১৪টি মাদ্রাসা আছে। মামলা চলার ফলে ২০১৪ সালের পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কোনও পরীক্ষা নিতে পারেনি।

এর পাশাপাশি শিক্ষকদের বদলি সংক্রান্ত আবেদন এখনও ঝুলে আছে। প্রায় আড়াই হাজার শিক্ষকের বদলির আবেদন আটকে আছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের আর আইনি জটিলতা না থাকায় এবার বদলির আবেদনগুলির নিষ্পত্তি খুব দ্রুত করা হবে বলে জানা গিয়েছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.