Header Ads

‘ওনার সঙ্গে গোর্খাল্যান্ডের কী সম্পর্ক’? সুব্রহ্মণ্যম স্বামীর গোর্খা ল্যান্ড মন্তব্যে বললেন দিলীপ বাবু

নজরবন্দি ব্যুরোঃ দু দিন আগেই বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলেছিলেন বঙ্গ থেকে পাহাড় কে আলাদা করে গোর্খা ল্যান্ড বানানো উচিৎ। এবার তাঁর সেই মন্তব্যকে উড়িয়ে দিলেন বাংলার বিজেপি সভাপতি দিলিপ ঘোষ। তিনি বলেন ''সুব্রহ্মণ্যম স্বামী থাকেন চেন্নাইয়ে। ওনার সঙ্গে গোর্খাল্যান্ডের কী সম্পর্ক? বিজেপির অবস্থান স্পষ্ট, ১৫ লক্ষ গোর্খা থাকেন দার্জিলিঙে। সারা ভারতে থাকেন ১ কোটি ২৫ লক্ষ গোর্খা। ভারতে তাঁদের ভাষা ও সংস্কৃতি সুরক্ষিত। দার্জিলিঙের সমস্যার স্থায়ী সমাধানের জন্য লড়ছে বিজেপি।''
উল্লেখ্য বহু দিন আগে দার্জিলিংকে আলাদা রাজ্য করার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের সুভাস ঘিসিং। দার্জিলিং, তরাই-ডুয়ার্স নিয়ে আলাদা গোর্খাল্যান্ডের দাবি করে আসছেন তাঁরা। কিন্তু সেই আবেক কে কাজে লাগিয়ে তাঁদের সাথে হাত মিলিয়ে ভোটে লড়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রথমে আলুওয়ালিয়া ও ২০১৯ এ রাজু বিস্ত। কিন্তু এবার দিলিপ বাবুর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন কোন বিতর্কের জন্ম দেবে কি?বলবে সময়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.