Header Ads

আমেদাবাদে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের ছবি প্রকাশ আইসিসি-র। আপ্লুত সৌরভ করলেন টুইট

নজরবন্দি ব্যুরোঃ আমেদাবাদে বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম এবার প্রস্তুত খেলার জন্য। নতুন এই স্টেডিয়ামের ছবি এবার পোস্ট করল ইনস্টাগ্রামে পোস্ট করল আইসিসি। আসুন এক নজরে জেনেনি এই মাঠের সম্পর্কে। গাঙ্গুলি।মোতেরা স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে সর্দার বল্লভ ভাই স্টেডিয়াম। এই স্টেডিয়ামে কত দর্শক বসে খেলা দেখতে পারবেন জানেন? ১ লাখ ১০ হাজার। যা এবার টেক্কা দিল মেলবোর্ন স্টেডিয়ামকেও।
সেখানে দর্শকাসন ৯০ হাজার। অপরদিকে এই স্টেডিয়ামের নানান ছবি ভাইরাল নেটদুনিয়ায়। যা দেখে নিজের উত্তেজন ধরে রাখতে পারেননি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি টুইটে জানিয়েছেন "এই রকম বিশাল, সুন্দর স্টেডিয়ামের ছবি দেখতে দারুন লাগছে। আহমেদাবাদে অধিনায়ক হিসেবে , ক্রিকেটার হিসেবে এই গ্রাউন্ডে কত স্মৃতি রয়েছে!ইডেনে বড় হয়ে উঠেছি যেখানে একশো হাজার লোক বসতে পারত এখন আর নেই। তাই ২৪ তারিখের জন্য আর অপেক্ষা করতে পারছি না"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.