Header Ads

সিঁথি থানা কাণ্ডে হটাৎ বয়ান বদল প্রত্যক্ষদর্শী আসুরা বিবির

নজরবন্দি ব্যুরোঃ সিঁথি থানা কাণ্ডে নাটকীয় মোড়। আচমকা বয়ান বদল 'মারধর'-এর একমাত্র প্রত্যক্ষদর্শী আসুরা বিবির। নিখোঁজের ২৪ ঘণ্টা বাদে খোঁজ মেলে ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আসুরা বিবির। আর তারপরই বয়ান বদল আসুরা বিবির। পুলিসের তরফ থেকে দাবি করা হয়েছে, রাতেই আসুরা বিবিকে উদ্ধার করে টালা থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে রাত্রিবাসে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু এই আসুরা বিবিই বলেছিলেন 'আমার সামনেই পুলিশ মেরেছে। মুখে লাথি। কানে চড়। তখন বেঁচে ছিল।

 যখন মরে যায় তখন পিছন দিয়ে বের করে দেয় আমাকে।' আসুরা বিবি বিস্ফোরক দাবি করেছিলেন তাঁর সামনেই রাজকুমার সাউকে পিটিয়ে মেরে ফেলা হয়। সোমবারের এই ঘটনার পর থেকেই আসুরা বিবির আর কোনও খোঁজ মিলছিলনা। এবার ফিরে এসে অদ্ভুত ভাবে নিজের বয়ান থেকে সরে এসে তিনি বলেন মৃত রাজকুমারের ছেলের ভয়েই তিনি নাকি লুকিয়ে ছিলেন। অপরদিকে আসুরা বিবির এই মন্তব্যকে নাকচ করে মৃত রাজকুমার সাউয়ের পরিবার দাবি করেছে, পুলিস অথবা কোনও প্রভাবশালীর চাপেই বয়ান বদল করেছেন মহিলা। সেকারণে পুলিসি তদন্তে তাঁদের আর আস্থা নেই। তাঁরা সিবিআই তদন্ত দাবি করেছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.