Header Ads

সালমান-শিল্পার নাচ , ভিডিয়ো ভাইরাল

নজরবন্দি ব্যুরো :এই সময়ের দাঁড়িয়ে সবথেকে টিআরপি হিট শো বিগ বস ১৩। টানা চার মাস ধরে চলছে এই শো আর একের পর এক সেলিব্রিটির আগমন হয়েই চলেছে উকেন্ড কে বার সালমান কে সাথ এর এপিসোড গুলো তে। এইবার সেই এপিসোডে এসেছিলেন শিল্পা শেঠি।
 তাই দুই বন্ধু শিল্পা আর সালমান কে একসাথে নাচতে দেখা গেল বিগ বস ১৩ এর মঞ্চে। শিল্পা আর সালমানের নাচের ভিডিও হুহু করে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। সালমান তাঁর বন্ধু শিল্পার উদ্দেশ্যে বলেন তিনি হলেন 'ঠুমকা রানী '.এবং তার সাথে নাচের মঞ্চে কেউ টেক্কা নিতে পারবে না। আসলে শিল্পা বিগ বস ১৩ এ এসেছিল তাঁর আপ কামিং ছবি 'নিকম্মা' র প্রমোশনে। সালমান ও শিল্পার নাচের ভিডিয়ো দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/tv/B8VyC21Aa7f/?utm_source=ig_embed
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.