Header Ads

বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি চাইলেন মনোজ তিওয়ারি

নজরবন্দি ব্যুরো: আপ ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে দিল্লির রাজনৈতিক সমীকরণ। আগেই দিল্লিতে কংগ্রেসের রাজ্য সভাপতি পদত্যাগ করেছিলেন। এবার দলের ব্যর্থতার পর সেই পথেই হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি। ভোটে হারের পর বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে পদত্যাগপত্র নিয়ে হাজির হন রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি।
কিন্তু সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি । বরং তিওয়ারিকে দলের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন নাড্ডা। নিজের পদেই বহাল রাখা হচ্ছে তিওয়ারিকে। তবে বিজেপির এই ভরাডুবিতে দলের কোন কোন দিকে খামতি ছিল সে বিষয়ে শীঘ্রই পর্যালোচনা শুরু হবে বলে দলীয় সূত্রে খবর। দিল্লি রাজ্যে বিজেপির নানা পদে রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যর্থতাকে স্বীকার করে নিয়েই দল নতুনভাবে দিল্লিতে কাজ শুরু করবে।
আর তাই আগেভাগেই দলকে পদত্যাগপত্র জমা দিতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি। তবে আপাতত মনোজ তিওয়ারিকে সভাপতির পদে আসীন রেখেছে বিজেপি। কিন্তু তাঁর মেয়াদ ইতিমধ্যেই তিন বছর হয়ে গিয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.