Header Ads

নিজের দল আরসিবি-র উপর চোটে লাল বিরাট! কেন জানেন?

নজরবন্দি ব্যুরোঃ অধিনায়ক বিরাট কোহলিকে না জানিয়েই আরসিবি নিজেদের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামসহ অন্য সোশাল মিডিয়া অ্যাকাউন্টের লোগো ফাঁকা করে ফেলল। মুছে ফেলা হল পুরোনো টুইট। এমন ঘটনায় বেজাই চটেছেন বিরাট। ১২ বছর আইপিএল সংসারে খেলছে আরসিবি। প্রত্যেক মরশুমে হেভিওয়েট দল গড়েও একবারও খেতাব জিততে পারেননি বেঙ্গালুরুর দলটি। শেষ কয়েক মরশুমে কোহলির অধিনায়কত্বে তো একদমই হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে আরসিবি।
 ফ্র্যাঞ্চাইজি সূত্রের খবর, আরসিবি নামটাই বদলে ফেলা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক কর্তা জানিয়েছেন, 'শেষ রাউন্ডের কথাবার্তা চলছে। সমর্থকদের পুরো বিষয়টাই জানানো হবে।' সূত্রের খবর শহরের নাম বদলে বেঙ্গালুরু হয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজি এখনও ব্যবহার করে ব্যাঙ্গালোর। এটা অনেক সমর্থকই মেনে নিতে পারছে না। তাই বেঙ্গালুরু নাম ব্যবহার করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.