Header Ads

বাজেটে ঘোষণা রেলে আসছে পিপিপি মেডেলে

নজরবন্দি ব্যুরো : সাধারণ মানুষের জন্য রেলের কোন ঘোষণা করলো না কেন্দ্র। বেসরকারি করনের দিকেই অনেকটা ঝুঁকলো সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা বাজেট অধিবেশনে ঘোষণা করলেন,তেজসের মতো আরো অনেক এক্সপ্রেস ট্রেন চালান হবে। আমাদের দেশের পর্যটক কেন্দ্র গুলির কথা ভেবেই এক্সপ্রেস ট্রেন চালানোর কথা ভাবছে সরকার। আসলে আমাদের দেশে রেলপথে অনেকটা জায়গায় বৈদ্যুতিকরণ হয়নি।

অর্থমন্ত্রী এই অধিবেশনে ঘোষণা করেন দেশের ১১,০০০ কিলোমিটার পথে বৈদ্যুতিকরণ করা হবে। তবে রেলের ভাড়া বাড়ানো নিয়ে কোন কথা বললেন না অর্থমন্ত্রী। স্লিপার ক্লাসের ভাড়া থেকে আসে রেলের ৫০ শতাংশ আয়। ফলে রেলের উন্নয়নের কথা ঘোষণা করা হলেও টাকা টা ঠিক কথা থেকে আসবে সেটাই বড়ো প্রশ্ন।এরমধ্যেই ট্রেনের একাংশ বেসরকারী হাতে তুলে দেওয়া হবে। চালান হচ্ছে বিলাসবহুল ট্রেন। এছাড়া পিপিপি মডেল সাজানো হবে দেশের ৪ টি রেল স্টেশনে।
 মুম্বাই আর আহমেদাবাদের মাঝে চালান হবে হাইস্পিড ট্রেন। রেল ও কৃষিকে একসাথে জুড়লো কেন্দ্র।বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী জানান। পিপিপি মডেলে চালান হবে কিষাণ রেল। কৃষি পণ্য পরিবহন করার জন্য চালান হবে নতুন ট্রেন। সেই ট্রেনে থাকবে বিশেষে এসি কামরা। আগামী বছর দেশে ১১৫০ ট্রেন চালান হবে পিপিপি মেডেলে। ২০২৩ সালে দিল্লি মুম্বাই এক্সপ্রেসের কাজ সমাপ্ত হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.