Header Ads

পার্শ্বশিক্ষকদের সমস্যা মার্চের মধ্যে সমাধান সম্ভব?

নজরবন্দি ব্যুরো: পার্শ্বশিক্ষকদের টানা ৩২ দিনের আন্দোলন দেখেছিল গোটা রাজ্য। শিক্ষামন্ত্রী বাধ্য হয়েছিল রাজ্যের পার্শ্বশিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে। সেই বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের বেশকিছু দাবি মেনে নেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শিক্ষামন্ত্রী জানিয়ে ছিলেন, মার্চ মাসের মধ্যে তাদের এই দাবি কার্যকর করার চেষ্টা করবেন।
শিক্ষামন্ত্রীর এই প্রতিশ্রুতির পরে আন্দোলন প্রত্যাহার করে পার্শ্বশিক্ষকরা। যদিও এখনও শিক্ষকদের দাবি মানেনি সরকার। কিন্তু সম্প্রতি শিক্ষামন্ত্রী একটি বৈঠক করেন পার্শ্বশিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে। শিক্ষামন্ত্রী শিক্ষকদের মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।
সামনেই রাজ্য বাজেট। এই বাজেটে কি রাজ্যের পার্শ্বশিক্ষকদের জন্য কিছু ভাল খবর থাকবে?
ভাল খবর থাকবে কি থাকবে না তা বলা এখনই বলা সম্ভব নয়। তবে একটা সূত্রের দাবি, এবারের বাজেটে শিক্ষকদের জন্য ভাল খবর থাকতে পারে। সামনেই নির্বাচন, সেই নির্বাচনের কথা মাথায় রেখে এগোতে চাইছে সরকার। যদিও শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন মার্চের মধ্যে পার্শ্বশিক্ষকদের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন।
সেই দিক দিয়ে এবারের বাজেটে পার্শ্বশিক্ষকদের জন্য ভাল কিছু খবর থাকলে অবাক হবার কিছু থাকবে না বলে মনে করছে বিশেষজ্ঞরা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.