নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান পদ থেকে সরে যাবার পর ধোনি নিয়ে মুখ খুললেন প্রসাদ
নজরবন্দি ব্যুরোঃ নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান থাকার সময়ে ধোনিকে নিয়ে অনেকবার প্রসাদকে কথা শুনতে হয়েছে। বারবার তাঁর দিকে আঙুল তোলা হয়েছে ধোনির ভবিষ্যৎ কি? কিন্তু তখন তিনি কিচ্ছু বলেননি। কিন্তু এবার তাঁর মেয়াদ শেষ হওয়ার পরে এবার তিনি জানালেন এম এস এর ভবিষ্যৎ কি? তিনি বলেন ‘ব্যক্তিগত ভাবে আমি মাহির বড় ভক্ত। ওর ভবিষ্যৎ নিয়ে মাহি নিজেই সিদ্ধান্ত নেবে। বেশিদিন যাতে ওরা খেলতে পারে সে দিকে আমরা নজর রাখছি ক্যাপ্টেন হিসেবে ধোনি প্রায় সবকিছুই অর্জন করে ফেলেছেন’।
তিনি আর বলেন ‘দুটো বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ধোনি। ওকে নিয়ে কেউই প্রশ্ন তুলতে পারবে না। কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত মাহিই নেবে। নির্বাচক হিসেবে আমাদের কাজটা ছিল এগিয়ে চলা এবং পরবর্তী প্রজন্মের প্রতিভা খুঁজে বের করে তাদের খেলার সুযোগ করে দেওয়া’।

No comments