Header Ads

CAA ও NRC নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন পরমব্রত

নজরবন্দি ব্যুরো :CAA ও NRC নিয়ে দেশ উত্তপ্ত। পশ্চিম বঙ্গেও এর প্রভাব বর্তমান। এই বিষয় নিয়ে হয়েছে একাধিক সভা, আলোচনা সভা, বিতর্ক সভা। এরকমই সভা হল কলকাতার আন্তর্জাতিক বি মেলের প্রাঙ্গণে। এই বছর বইমেলা শেষ হওয়ার আগের দিনই শনিবার অপর্ণা সেনের উদ্দ্যোগে ‘সিটিজেন্স স্পিক' মঞ্চে উপস্থিত হয়েছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।

 সকলে এইখানে আসার কারণ CAA ও NRC এর বিরোধিতা। চলছিল যুক্তিতর্ক তারমধ্যে আচমকা অন্য রকম সুর মেলালেন পরমব্রত চট্টোপাধ্যয়। তিনি বলেন,তিনি বলেছেন সিএএ নিয়ে যে পয়সা খরচ হচ্ছে সেটাও জনগনের পয়সা আবার এই আন্দোলন কে কেন্দ্র করে যে বাস ট্রেন পোড়ানো হচ্ছে সেটাও সকারী সম্পত্তি নষ্টের একটি বড়ো উদাহরণ। কিন্তু তবু আমাদের এই আন্দলন থেকে পিছিয়ে আসলে হবে না। তিনি আরো বলেন সাধারণ মানুষের সমর্থনেই এই সরকার কে বেছে নেওয়া হয়েছে কিন্তু এখন সরকারি জনগনের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। পরমব্রত পরিষ্কার করে বলেন এই বিরোধিতা সকল কে এক সাথে করতে হবে। অন্যদিকে পরমব্রতের পাশে বসে থাকা ও এই অনুষ্ঠানের উদ্যোগতা অপর্ণা সেন পরমব্রতের কথাযা সমর্থন করেই যাচ্ছিলেন। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন গায়ক রূপম ইসলাম ও অনুপম রায়। তারা দুজনেও এর বিরুদ্ধে বক্তব্য রাখেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.