Header Ads

ভারতকে চাপে রাখতে মালয়েশিয়ার পাশে পাকিস্তান!

নজরবন্দি ব্যুরো:কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে বিতর্ক কিছু কম হয় নি গোটা দেশে। সম্প্রতি মালয়েশিয়ার অবস্থানে কড়া পদক্ষেপ করেছে ভারত। ইসলামিক দেশটির অর্থনীতিতে আঘাত হেনে পাম তেলের আমদানি বন্ধ করতে উদ্যোগ নিয়েছে মোদী সরকার। এইরকম রাজনৈতিক পরিস্থিতিতে মালয়েশিয়া থেকে যত বেশি সম্ভব পাম তেল আমদানি করা হবে বলে জানিয়েছে পাকিস্তান। 

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে  ভারতকে তীব্র সমালোচনা করেছিল পাকিস্তান। তবে আমেরিকা, রাশিয়া সহ প্রায় গোটা বিশ্ব কেউই তাতে তেমন সমর্থন করেনি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ তোলার একাধিক চেষ্টা করে শেষমেশ হাল ছেড়ে দেয় পাকিস্তানের পরম বন্ধু চিনও। এহেন পরিস্থিতিতে ইসলামাবাদের পক্ষে দাঁড়িয়ে মন্তব্য পেশ করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ।

গত কয়েক মাস ধরে কট্টর ভারত-বিরোধী অবস্থান নিয়েছেন ও কাশ্মীর-সহ নানা ইস্যুতে খোলাখুলি-ভাবে পাকিস্তানকে সমর্থন করছেন তিনি। সেই বদলা নিতে ভারত মালয়েশিয়া থেকে পাম তেল কেনা বন্ধ করে ইন্দোনেশিয়া থেকে পাম তেল আমদানি বাড়িয়ে দিয়েছে। গত বছর পর্যন্ত ভারত ইন্দোনেশিয়া থেকে তিন লক্ষ টন পাম তেল কিনেছে। এবার তা বেড়ে হয়েছে ৬ লক্ষ টন। মালয়েশিয়া বিশ্বে যত লক্ষ টন পাম তেল বিক্রি করে তার এক- তৃতীয়াংশ কিনত ভারত।
এই পরিস্থিতিতে মালয়েশিয়া পৌঁছে প্রধানমন্ত্রী মহাথির মহম্মদের সঙ্গে দেখা করে ইমরান বলেন, "কাশ্মীর নিয়ে মালয়েশিয়ার অবস্থান মেনে নিতে পারেনি ভারত। তাই পাম তেল আমদানি বন্ধ করার হুমকি। এটা আমাদের স্পষ্ট বুঝতে পারছি। মালয়েশিয়া থেকে পাম তেল কিনতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।" মহাথিরের সঙ্গে কাশ্মীর নিয়ে আলোচনা করেছেন ইমরান। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.