Header Ads

শহরজুড়ে 'ব্ল্যাক স্পট' চিহ্নিত করে বসাতে হবে সিসিটিভি নির্দেশ পুলিশ কমিশনারের।

নজরবন্দি ব্যুরো: কলকাতায় ঘটে যাওয়া পরপর ঘটনাগুলির জন্য শনিবার কলকাতা পুলিশের প্রত্যেক থানার ওসিকে নির্দেশ দিলেন কলকাতায় ব্লগস্পট চিহ্নিত করে সিসিটিভি লাগাতে হবে। গত মাসে ট্যাংরার ক্রিস্টোফার রোডে অপু দাস নামে এক যুবককে মারধর করে খুন করা হয় অভিযোগ ওঠে যুবকটির আত্মীয়ের বিরুদ্ধে কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় যুবকটি মদ্যপ। অসুস্থতাও মৃত্যুর বড় কারণ এই ঘটনার পরে আত্মীয়কে গ্রেপ্তার করা হয়, কিন্তু ঘটনাস্থলে কোন সিসিটিভি না থাকার জন্য তদন্তের ক্ষেত্রে সমস্যা হয়। তাই শনিবার কলকাতা পুলিশের কর্তা, থানার ওসি, ও গোয়েন্দা বিভাগের আধিকারিকদের সাথে বৈঠকে বসেন পুলিশ কমিশনার। এছাড়াও কিছুদিন আগে গোবিন্দ খটিক রোডে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির সেখানেও সিসিটিভি না থাকায় ব্যাহত হয়েছিল প্রাথমিক তদন্ত।
পরপর এই ঘটনার জন্য পুলিশ কমিশনার নিজেই প্রত্যেক থানার ওসিকে নির্দেশ দেয় যেন তারা নিজেরাই নিজেদের এলাকার জায়গা গুলি চিহ্নিত করেন, যে জায়গাগুলো সিসিটিভির আওতার বাইরে সে গুলোকে 'ব্লাক স্পট' বলা হয়েছে। শহরের প্রতিটা জায়গা সিসিটিভির আওতায় থাকে যাতে কোনো রকম ঘটনা ঘটলে তার ছবি পুলিশের সামনে আসে তার জন্যই সিসিটিভির লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেহালা পর্ণশ্রী ডাকাতির ঘটনা, ও বেলেঘাটা দু মাসের শিশুকে খুনের অভিযোগ মায়ের উপরে, প্রতিটা ঘটনা ঠিকঠাক চার্জশিট বেড়োয় সেই দিকে অফিসারদের জোর দিতে বলেছেন। এছাড়া রাত ন'টা থেকে রাত একটা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.