প্রধানমন্ত্রীর ধমক, চুপসে গেলেন তৃণমূলের সৌগত
নজরবন্দি ব্যুরো:বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় প্রতিবাদ করছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। বারবার প্রধানমন্ত্রীকে বাঁধা দেবার চেষ্টা চালাচ্ছিলেন।
কিছুক্ষণের মধ্যে মেজাজ হারালেন প্রধানমন্ত্রী। বিরক্ত মোদী বললেন, আমার মুখ খোলাবেন না, আমি যদি মুখ খুলি, তাহলে আপনার খুব অসুবিধা হবে।
মর্মান্তিক ঘটনা; স্কুলের নাটক, ভগৎ সিং এর ফাঁসির নকল করতে গিয়ে মৃত্যু পড়ুয়ার।
আপনার রাজ্যে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, নির্দোষ মানুষকে মারা হচ্ছে, তার হিসাব আর তথ্য যদি দিই, তাহলে আপনি মুশকিলে পড়বেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথায় কার্যত চুপসে যান সৌগত রায়। তাঁর পরে তিনি চুপকরে বসে পড়েন। তারপর অবশ্য তাঁকে আর প্রশ্ন বা হল্লা করতে দেখা যায়নি।
অন্যদিকে, “আপনাদের জন্য গান্ধীজি ট্রেলার, কিন্তু আমার জন্যে পুরো জীবন। ” মোদীর এই বক্তব্যের পরে কংগ্রেস সাংসদরা স্লোগান তোলেন মহাত্মা গান্ধী অমর রাহে। এই স্লোগানে যথেষ্ট বিরক্ত হন প্রাধানমন্ত্রী। এই মন্তব্যের পরে কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রসঙ্গত, অনন্তকুমার হেগড়ে গান্ধীজির স্বাধীনতা সংগ্রামকে সাজানো নাটক বলেন।
সে বলেন ইংরেজদের সাথে মিলে গান্ধীজি স্বাধীনতা সংগ্রামের নামে সাজানো নাটক করেছিলেন। অনন্তকুমার হেগড়ে এই রকম মন্তব্যের ফলে প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। বিজেপির শীর্ষ নের্তৃত্বরা হেগড়ের এই মন্তব্যকে সমর্থন করেননি।দলের পক্ষ থেকে তাঁকে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। গান্ধীজিকে নিয়ে হেগড়ের মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে সংসদ।
বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝে কংগ্রেস সাংসদরা স্লোগান দেয় মহাত্মা গান্ধী অমর রাহে। তাঁদের এই স্লোগানে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন – ব্যস এইটুকুই? প্রধানমন্ত্রীর বক্তব্যকে টেনে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী মন্তব্যে করেন 'ইয়ে তো আভি ট্রেলার হ্যায়।' তাঁকে উত্তর দিতে মোদী বলে বসেন, গান্ধীজি আপনার কাছে ট্রেলার, কিন্তু আমার কাছে পুরো জীবন।
কিছুক্ষণের মধ্যে মেজাজ হারালেন প্রধানমন্ত্রী। বিরক্ত মোদী বললেন, আমার মুখ খোলাবেন না, আমি যদি মুখ খুলি, তাহলে আপনার খুব অসুবিধা হবে।
মর্মান্তিক ঘটনা; স্কুলের নাটক, ভগৎ সিং এর ফাঁসির নকল করতে গিয়ে মৃত্যু পড়ুয়ার।
আপনার রাজ্যে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, নির্দোষ মানুষকে মারা হচ্ছে, তার হিসাব আর তথ্য যদি দিই, তাহলে আপনি মুশকিলে পড়বেন।
অন্যদিকে, “আপনাদের জন্য গান্ধীজি ট্রেলার, কিন্তু আমার জন্যে পুরো জীবন। ” মোদীর এই বক্তব্যের পরে কংগ্রেস সাংসদরা স্লোগান তোলেন মহাত্মা গান্ধী অমর রাহে। এই স্লোগানে যথেষ্ট বিরক্ত হন প্রাধানমন্ত্রী। এই মন্তব্যের পরে কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রসঙ্গত, অনন্তকুমার হেগড়ে গান্ধীজির স্বাধীনতা সংগ্রামকে সাজানো নাটক বলেন।
সে বলেন ইংরেজদের সাথে মিলে গান্ধীজি স্বাধীনতা সংগ্রামের নামে সাজানো নাটক করেছিলেন। অনন্তকুমার হেগড়ে এই রকম মন্তব্যের ফলে প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। বিজেপির শীর্ষ নের্তৃত্বরা হেগড়ের এই মন্তব্যকে সমর্থন করেননি।দলের পক্ষ থেকে তাঁকে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। গান্ধীজিকে নিয়ে হেগড়ের মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে সংসদ।

No comments