Header Ads

সাধুবাবার পোশাকে উগ্রপন্থার মন্ত্র ছড়াচ্ছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ব্যুরোঃ সাধুবাবার পোশাকে উগ্রপন্থার মন্ত্র ছড়াচ্ছে বিজেপি। এই মন্তব্য করেই বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির চাল বানচাল করতে হবে বললেন মুখ্যমন্ত্রী। সতীঘাট থেকে বিজেপির উদ্দেশ্যে আক্রমনাত্মক মন্তব্য মুখ্যমন্ত্রীর। রাজ্যবাসী ও দলের কর্মী-সমর্থকদের দিলেন কিছু পরামর্শ। সতীঘাট থেকে মমতার মন্তব্য, ওরা সাধুবাবার পোশাকে এসে মাদুলি দিয়ে উগ্রপন্থার মন্ত্র ছড়াচ্ছে। অসম, মুম্বাই থেকে উগ্র ধর্মীয় সংগঠনের লোক নিয়ে আসছে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে জানতে ছাইছে কি লাগবে। মালদা থেকে এরকম উগ্র ধর্মীয় সংগঠনের লোককে গ্রেফতারও করা হয়েছে। সাধারণ মানুষকে তিনি বলেন, কেউ আপনার কাছে, ভোটার,প্যান বা আধার কার্ড চাইলে দেবেন না।
সমস্যা বুঝলে পুলিশকে খবর দিন। বিজেপি তৃণমূলকে দুর্বল করতে চাইছে। আমরা তা হতে দেবনা। তৃণমূলকে দুর্বল করার জন্য জঙ্গলমহলে রক্তের রাজনীতি শুরু করেছে, আমরা দুর্বল হলেই মাওবাদীরা আসবে। বিজেপিকে এই রাজ্যে রক্ত নিয়ে খেলতে দেবনা। ঠিক এই ভাবেই একের পর এক কড়া ভাষায় মন্তব্য করেন মমতা। মুখ্যমন্ত্রী দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্য দেন কিছু কড়া বার্তা। তিনি বলেন, যে কর্মী মটির ঘরে বাস করেন, সাইকেল নিয়ে বুথে আসেন আমি তাদের ভালোবাসি। যারা শুধু নিজেদের কথা ভাবেন আমি তাদের ভালোবাসিনা। দলের কর্মীদের মনে সাহস জোগাতে তিনি বলেন, বিজেপির অপপ্রচারে ভয় পাবেন না। বিজেপি যেখানে প্রচার করবে তার পরের দিন আপনারাও সেখানে প্রচার করুন। ভয় পাবেন না। লিখে রাখুন কি কি কাজ হয়েছে। তাতে মানুষকে বোঝাতে সুবিধা হবে। কোন গোষ্ঠী কোন্দল মেনে নেওয়া হবে না। দলের সুপ্রিম কর্মীদের স্পষ্ট ভাষায় তিনি জানিয়েদেন, শুভাশিস বটব্যালের অধীনে কাজ করার জন্য আর যে তা করতে পারবেন না তার দল করার প্রয়োজন নেই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.