Header Ads

স্কুলের পোশাকে পদ্ম চিহ্ন থাকা নিয়ে বিতর্ক!

নজরবন্দি ব্যুরো: পড়ুয়াদের পোশাকে 'পদ্মফুল' চিহ্ন থাকা নিয়ে বিতর্ক। এই ঘটনা ঘটেছে গড়িয়ার রানিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ওই স্কুলের পড়ুয়াদের পোশাকে লোগো হিসেবে ব্যবহার করা হয় পদ্ম। আর ওই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।

স্কুলের পরিচালন কমিটির অনুমোদনেই প্রায় ১০ বছর লোগোতে পদ্মফুল ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরিচালন কমিটির এক সদস্যের কথায়, "দীর্ঘদিন ধরে লোগোতে পদ্মফুল ব্যবহার করা হচ্ছে। হঠাৎ করেই কয়েক জন অভিভাবক তা নিয়ে প্রশ্ন তুলেছেন।"

রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, পোশাকে সর্বশিক্ষা মিশনের লোগো ব্যবহার করা বাধ্যতা-মূলক। তবে কোনও স্কুল চাইলে তার পাশে নিজেদের স্কুলের লোগোও ব্যবহার করতে পারে। তবে স্কুলের নিজস্ব লোগোটির বিষয়ে সমস্ত নথি থাকতেই হবে। স্কুলের সব কাজেই ওই লোগো যদি ব্যবহার করা হয়, তা হলে পড়ুয়াদের পোশাকেও তা ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.