মা হতে চলেছেন কোয়েল
নজরবন্দি ব্যুরোঃ মল্লিক বাড়ির আদুরে মেয়ে টলিউডের ট্যালেন্টেড অভিনেত্রী কোয়েল মল্লিক মা হতে চলেছেন।না কোন ছবির চরিত্রে নয় বাস্তব জীবনে তিনি মা হতে চলেছেন। টলিপাড়ার খ্যাতনামা প্রযোজক নিসপাল সিং রানের সাথে ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল।কোয়েল বাঙালি এবং রানে পাঞ্জাবি তাই আদের বিয়ে হয়েছিল দুই রীতি মেনেই।এর আগেও বহুবার কোয়েলের মা হওয়ার গুঞ্জন ছরিয়েছে টলিপাড়ায়। কিন্তু অবশেষে নিজের মা হওয়ার খবর নিজেই দিলেন নায়িকা।
ইনস্টাগ্রামে নিজের স্বামী রানের সাথে ছবি দিয়ে কোয়েল লিখেছেন 'আমার দিন কাটছে লাথি, ঘুষি, নড়াচড়ায়। আমি নিজের মধ্যে নিজের স্পন্দন অনুভব করছি।'তিনি আরো মিখেছেন 'রুপোলী উল বুনছে আমার জীবন। গরমেই ভূমিষ্ঠ হতে চলেছে আমাদের সন্তান।সম্ভবত এপ্রিলে মা হচ্ছেন কোয়েল।এপ্রিলের ২৮ তারিখ কোয়েলের জন্মদিন। তাহলে কি একই মাসে জন্মদিন হবে মা আর সন্তানের??

No comments