Header Ads

কলকাতা করপোরেশনের সাহায্যে বস্তি উচ্ছেদের প্রতিবাদে গরফা অফিসে বিক্ষোভ-ডেপুটেশন

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকার কলকাতা করপোরেশনের সাহায্যে বস্তি উচ্ছেদ করতে লেগেছে সারা কোলকাতা জুড়ে. যা সংগঠিত হচ্ছে খুবই চুপিসারে। এর ফলে গৃহহীন হয়ে পড়ছেন ঝুপড়ি বাসীরা। এক এক করে কলকাতা করপোরেশনের প্রায় সব বোরো অফিসের দায়িত্ব পড়েছে বস্তী উচ্ছেদের। কালিঘাট,গড়িয়াহাট, লেক কালিবাড়ি ভাঙার কাজ সম্পুর্ণ। এখানে বহু মানুষ গৃহ হীন হয়ে পড়েছেন। তাদের থাকার কোন ব্যাবস্হা করা হয়নি। নাইট শেল্টার দেওয়ার কথা থাকলেও কোন ব্যাবস্হা করা হচ্ছে না বলে অভিযোগ।
সূত্রের খবর আগামী কাল দিসান হাসপাতালের পিছনে ঝুপড়ি ও বস্তির মানুষকে গৃহহীন করা হবে। জঞ্জাল সাফাই ও সৌন্দর্য এর নাম কলকাতার বস্তি ও ফুটপাতবাসীদের জীবন-জীবিকা-বাসস্থান থেকে উচ্ছেদ কড়া হচ্ছে বলে অভিযোগ করে আজ ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কলকাতা পুরসভার গরফা অফিসে বিক্ষোভ-ডেপুটেশন দিতে যাচ্ছেন এই সমস্ত বস্তিবাসীরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.