ভারতীয় বায়ুসেনার পাইলটের ভূমিকায় কঙ্গনা,সামনে এল ফার্স্ট লুক
নজরবন্দি ব্যুরো :কঙ্গনা রানাউত বারবারই তাঁর অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন তাঁর অভিনীত ছবি গুলির মাধ্যমে। কিন্তু এইবার এক্কেবারে অন্য রকমের কাজ করতে চলেছেন কঙ্গনা। এইবার ভারতীয় বায়ুসেনার পাইলট হচ্ছেন এবার অভিনেত্রী।
কঙ্গনা নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী নিজে। এই খবর পাওয়া মাত্রই শুভেচ্ছা বার্তার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ‘থালাইভি’র পর কঙ্গনার পরবর্তী ছবি ‘তেজস’ এর ফার্স্টলুক প্রকাশ পেল। সেই ছবিতে বায়ুসেনার পাইলটের অবতারে দেখা গেল কঙ্গনা কে।ভারতীয় বায়ুসেনার লুকে একদম পারফেক্ট লাগছে কঙ্গনা কে। জানা গেছে জয়ললিতার জীবন নিয়ে তৈরী ছবি ‘থালাইভি’ এর শুটিং শেষ হলেই 'তেজাস' এর শুটিং শুরু হবে। এই ছবি অন্য অভিনেতা অভিনেত্রী কারা আছেন তা এখনো জানান যায়নি। তবে এই ছবির প্রযোজক হলেন রনি স্ক্রুওয়ালা।
কঙ্গনা নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী নিজে। এই খবর পাওয়া মাত্রই শুভেচ্ছা বার্তার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ‘থালাইভি’র পর কঙ্গনার পরবর্তী ছবি ‘তেজস’ এর ফার্স্টলুক প্রকাশ পেল। সেই ছবিতে বায়ুসেনার পাইলটের অবতারে দেখা গেল কঙ্গনা কে।ভারতীয় বায়ুসেনার লুকে একদম পারফেক্ট লাগছে কঙ্গনা কে। জানা গেছে জয়ললিতার জীবন নিয়ে তৈরী ছবি ‘থালাইভি’ এর শুটিং শেষ হলেই 'তেজাস' এর শুটিং শুরু হবে। এই ছবি অন্য অভিনেতা অভিনেত্রী কারা আছেন তা এখনো জানান যায়নি। তবে এই ছবির প্রযোজক হলেন রনি স্ক্রুওয়ালা।
No comments