Header Ads

সচিনের চ্যালেঞ্জ নিয়ে বিনোদ কাম্বলি গাইলেন র্যা প। আপ্লুত ‘মাস্টার ব্লাস্টার, দেখুন ভিডিও

নজরবন্দি ব্যুরোঃ সাচিন-বিনোদ কাম্বলি, ছোট বেলার বন্ধু। একসঙ্গে মুম্বাই ও দেশের হয়ে ব্যাট হাতে লড়েছেন তাবড় বোলারদের বিরুদ্ধে। এখন তাঁরা অবসর জীবনে। তাই এই সময় নানান কাজের সাথে যুক্ত তাঁরা। যেমন ২০১৭তে ‘ক্রিকেটওয়ালি বিট’ নামের একটি গান গেয়েছিলেন সচিন। সেই গানে ভারতের হয়ে খেলা প্রাক্তন ক্রিকেটারদের উল্লেখ ছিল।
 এবার মাস্টার ব্লাস্টার সম্প্রতি চ্যালেঞ্জ দিয়েছিলেন বন্ধু কাম্বলিকে যে ওই গানের একটি অংশকে র্যা প বানিয়ে গাইতে হবে তাঁকে। আর সেই চ্যালেঞ্জ নিয়ে গেয়ে ফেললেন কাম্বলি। আর তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। গান শুনে আপ্লুত সাচিন কাম্বলিকে বলেছেন শহরের নতুন র্যা পার । নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিনি ভিডিও।
https://twitter.com/i/status/1224242596735668231

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.