সহ অভিনেত্রীকে মারধরের অভিযোগ তাঁর নামে ,অবশেষে মুখ খুললেন অভিনেতা জয়।
নজরবন্দি ব্যুরো :সহ অভিনেত্রী কে থাপ্পড় মারেন অভিনেতা জয় এইরূপই অভিযোগ করেন জিয়নকাঠি ধারাবাহিকের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেতা জয় কে সেই সময়ে জিয়নকাঠি ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেওয়া হয়। অবশেষে এই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা জয়। জয় জানান যে দিন এই ঘটনা ঘটে সেই দিন ঘটনা ঘটার পাঁচ মিনিট আগে পর্যন্ত তিনি গল্প করছিলেন ঐন্দ্রিলার সাথে। এরপর তাদের কে ডাকা হয় শর্ট এর জন্য। ঐন্দ্রিলা বেশ অনেকক্ষন ধরেই ফোনে কথা বলছিল। সেই মেয়ে জয় বলেন সেটের বিয়ে গিয়ে কথা বলে আসতে এবং যখন কথা বলা শেষ হবে তখন জেনে তিনি শর্ট দিতে আসেন। এই কথা শুনে ঐন্দ্রিলা ও বলেন যে জয় শর্ট দিক তিনি বেরোলেন এর বিপরীতে জয় ও একই কথা বলেন। একথা শেষ হওয়ার সাথে সাথেই দুজনেই বেরিয়ে যাচ্ছিলেন কিন্তু সরু দরজার কারণে একসাথে বেড়তে পারছিলেন না সেই মুহূর্তে জয় ঐন্দ্রিলার হাত ধরে তাঁকে সরিয়ে দেন এরপর ঐন্দ্রিলা চিৎকার চেচামেচি করতে শুরু করে স্বাভাবিক ভাবে জয় ও চিৎকার করে। জয়ের মতে ঐন্দ্রিলা অ্যাটেনশন গ্রো করার জন্য তাঁর নাম মিথ্যে অভিযোগ করেছেন। ইউকারনে জয় সেই সময়ে মিডিয়ার কাছে কিছু বলেননি। তিনি ঠিক করেছিলেন প্রোডাকশন কে বলবেন। কিন্তু প্রোডাকশন ও ঐন্দ্রিলারই ফেভার করেছে।সেই কারণে সিলিয়ালটাই ছেড়ে দিযেন জয়।

No comments