Header Ads

প্রশ্নপত্র ফাঁস আটকাতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বন্ধ থাকতে পারে ইন্টারনেট!

নজরবন্দি ব্যুরো: শেষ কয়েক বছর ধরে নানান ব্যবস্থা নেবার পরেও মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হবার ঘটনা ঘটেছে। এর সঙ্গে পাল্লা দিয়েও বাড়ছে টোকাটুকি।
এই পরিস্থিতি যাতে আর না ঘটে তাঁর জন্য এ বার মাধ্যমিক পরীক্ষায় বিশেষ নজরদারি চালাতে নির্দেশ দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। মঙ্গলবার সব জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ভিডিও-সম্মেলনে ওই পরীক্ষায় নকল ঠেকানোর নির্দেশ দেন তিনি। ইন্টারনেটের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে বলা হয়েছে। পরীক্ষা চলাকালীন প্রশাসন প্রয়োজনে ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে পারে।
গত বার পরীক্ষার সময় মোবাইল নিয়ে ছাত্র ও শিক্ষকদের নির্দেশিকা সত্ত্বেও প্রশ্নপত্র বাইরে বেরিয়ে গিয়েছিল। আর তা নিয়ে বিতর্ক কম হয় নি। তাই এ বার আগেভাগে এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে চায় প্রশাসন। নবান্ন জানিয়েছে, মোবাইল ফোন জমা রাখতে হবে সকলকেই।
মুখ্যসচিবের নির্দেশ,যে সব জেলায় নকল বেশি হয়, এই রকম পরীক্ষা কেন্দ্র বাছাই করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হবে। পরীক্ষা কেন্দ্রে যাঁরা ঢুকবেন, বিশেষত পরীক্ষার্থীদের রীতিমতো তল্লাশি করা হবে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.