প্রস্তুতি ম্যাচে রান পেলেন না পৃথ্বী শ,শুভমান গিল, প্রথম টেস্টের দল গঠন নিয়ে ধোঁয়াশা
নজরবন্দি ব্যুরোঃ রোহিত শর্মার অনুপস্থিতিতে যে তিন ওপেনারের মধ্যে মূল লড়াই, ব্যর্থ হলেন তিন জনই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের শুরুতেই চরম ধাক্কা খেল ভারত। যদিও সেই ধাক্কা সামলে দিয়ে ভারতের ইনিংসকে কিছুটা থিতু করেন চেতেশ্বর পুজারা আর হনুমা বিহারী। তিনজনই ফিরেছেন কুগেলেইজিনের বলে। পৃথ্বী নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে বড় রান পাননি। অপরদিকে শুভমন এদিকে নিউজিল্যান্ডে ভারত 'এ' দলের হয়ে থেকেছেন ধারাবাহিক।
কিন্তু আজ রান পাননি। ২১ ফেব্রুরারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। যাঁদের নিয়ে আলোচনা সেই পৃথ্বী শ এবং শুভমান গিল কিন্তু নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেন। দু-জনেই শূন্য রানে আউট হলেন। তাই ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার কী হতে চলেছে, তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
কিন্তু আজ রান পাননি। ২১ ফেব্রুরারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। যাঁদের নিয়ে আলোচনা সেই পৃথ্বী শ এবং শুভমান গিল কিন্তু নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেন। দু-জনেই শূন্য রানে আউট হলেন। তাই ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার কী হতে চলেছে, তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
কোন মন্তব্য নেই