Header Ads

ভারত পাকিস্তানের সমস্ত সমস্যার সমাধান সম্ভব! কিভাবে? জানালেন আফ্রিদি।

নজরবন্দি ব্যুরোঃ দুদেশের মধ্যের সমস্ত সমস্যার সমাধান হয়ে তৈরী হতে পারে সুসম্পর্ক, এমনটাই মনে করেন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে বহুবার দেখা গেছে জনসভায় দাড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে। কাশ্মীর নিয়ে কথা বলার সময়ে তিনি একাধিকবার ভারতের সমালোচনা করেছেন। এই কারনে তাঁকে ভারতীয় দলের ক্রিকেটার গৌতম গম্ভীরের ক্ষোভের মুখেও পরতে হয়েছে। কিন্তু এবার আফ্রিদি-ই বলেদিচ্ছেন ভারত-পাকিস্তানের মধ্যের সম্পর্কের তিক্ততা কাটিয়ে সুসম্পর্ক গড়ে তোলার উপায়। বিসিসিআই জানিয়ে দিয়েছে, ২০২০ এশিয়া কাপ পাকিস্তানে খেলতে যাবেনা ভারত। পাকিস্তান এশিয়া কাপের আয়োজক, কিন্তু টুর্নামেন্ট হতে পারে আরব আমিরশাহিতে। শাহিদ আফ্রিদি মনে করেন, ভারতের উচিৎ পাকিস্তানে ম্যাচ খেলতে আসা।
তিনি আরও বলেন, ভারতীয় দলকে আমরা স্বাগত জানাব। আমরা চাই, ভারত-পাকিস্তানের সম্পর্কের উন্নতি হোক। আর তার জন্য প্রস্তুত। একমাত্র ক্রিকেট দিয়েই সম্ভব এই দুই দেশের সম্পর্ক ঠিক করা। আফ্রিদি বলেন, এসিসি শেষ সিদ্ধান্ত নেবে। টুর্নামেন্ট যেখানেই হোক না, দুদেশের মধ্যে ম্যাচ হবে। পাকিস্তান-ভারতের ক্রিকেটের সম্পর্কটা বজায় রাখা খুব দরকার। আমরা কোহলিদের স্বাগত জানাতে প্রস্তুত, আমারা বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.