Header Ads

যদি মুসলিমরা বিপদে পড়েন, আমিই প্রথমে তাঁদের হয়ে দাঁড়াবঃ রজনীকান্ত

গত বছর ৩৭০ ধারার অবলুপ্তি প্রসঙ্গ নিয়ে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিলেন। এবার নাগরিকত্ব আইন ও এনপিআর নিয়েও মোদী সরকারের পক্ষেই ফের একবার মুখ খুললেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। বুধবার তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন মুসলিমদের পক্ষে বিপদের কারণ নয়। একইসঙ্গে তিনি বলেন, যদি এই আইনের জন্য মুসলিমরা কোনও সমস্যায় পড়েন, আমিই সবার আগে তাঁদের জন্য মুখ খুলব।

ন্যাশনাল পপুলেশন রেজিস্টারকেও 'প্রয়োজনীয়' বলেন রজনীকান্ত মন্তব্য করেন। গত ডিসেম্বরে যখন নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের নামে ট্রেন পোড়ানো হচ্ছিল, তখনও মুখ খোলেন চলচ্চিত্র তারকা। তিনি বলেন, হিংসা ছড়িয়ে, দাঙ্গা-হাঙ্গামা করে কোনও সমস্যার সমাধান হয় না। তাঁর কথায়, 'আমি দেশের মানুষকে অনুরোধ করছি, ঐক্যবদ্ধ থাকুন। দেশের নিরাপত্তা ও কল্যাণের কথা খেয়াল রাখুন।'

গতবছর একটি বই প্রকাশের অনুষ্ঠানে তামিল সুপারস্টার বলেন, 'মিশন কাশ্মীরের জন্য অমিত শাহকে আমার আন্তরিক অভিনন্দন'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষ্ণ ও অর্জুনের মতো বলেও মন্তব্য করেন তিনি। রজনীকান্ত বলেন, 'তবে আমরা জানি না, কে কৃষ্ণ এবং কে অর্জুন'।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.