Header Ads

সামনেই মাধ্যমিক, পড়াশুনার পাশাপাশি কাজের চাপে অতিষ্ট হয়ে বাড়িতে আগুণ লাগালো পড়ুয়া।

নজরবন্দি ব্যুরোঃ সামনে মাধ্যমিক, তার উপরে কাজের চাপ। অতিষ্ট হয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দিল পড়ুয়া। মঙ্গলবার ঘটনা টি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জে। ছাত্রের নাম সৌরভ রায়। মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি এলাকায় পরীক্ষার্থীর বাড়ি। ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্র সৌরভ। এ মাসেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাই চাপ বেড়েছে পড়াশোনারও। তার ওপরে বাড়ির কাজ করার জন্য জোর দেওয়া হচ্ছিল। আর তাতেই অতিষ্ট হয়ে পড়ুয়া ঘটিয়ে ফেললো এক দুর্ঘটনা। ছাত্রের দাবী, পড়াশোনার চাপের মধ্যে, তাকে বাড়ির কাজের জন্য জোড় কড়া হচ্ছিল বার বার। আর তাতেই রেগে গিয়ে গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেয় সে।
বাড়িতে আগুণ ধরেছে দেখে ছুটে আসে শিশু শিক্ষা কেন্দ্রের কর্মীরা। আশে পাশের লোকজনেদের ডাকে তাঁরাই। আগুন দেখেই ছুটে আসে প্রতিবেশীরা। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেও তা সম্ভব হয়নি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য খবর দেওয়া হয় দমকলকে। শেষপর্যন্ত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে গোটা বাড়ি পুরে ছাই হয়ে গেছে। ছাত্রের বাবা বিনয় রায় বলেন, এই রকম অত্যাচার সে বাড়িতে প্রাই করে থাকে। কিন্তু সে এমন কেন করে তা আমরা বুঝে উঠতে পারিনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.